...

1 views

কল্পনায় প্রকৃতি
একদিন কোনো এক নির্জন অরণ্যে
আবিষ্কার করলাম নিজেরে
চারিদিক যেন আছে কিছুর সন্ধানে
নয়তো কিছু বলার চেষ্টায় আমারে

ঠিক তখন এক প্রকান্ড বৃক্ষ হইতে
এক পক্ষী বলিয়া উঠিল জিজ্ঞাসার ছলে
কিগো মোরা কি তবে লুপ্ত হবার পথে?
রাখতে পারো না মোদের কোনো কৌশলে?

তার সাথে সাথে সেই বৃক্ষ ও তেমনই
সম্মতি জানালো তার কথায় মাথা নেড়ে
এসব শুনে জিগ্যেস করলাম কেন ভাই
এমন কি আঁধার ঘনালো তোমাদের ঘরে

পক্ষী বলিল প্রযুক্তি আজ আকাশ ছুঁয়েছে
তোমরা ও তেমনই যান্ত্রিকতার কবলে
তবে মোদের খবর কি কেউ রেখেছে
তোমাদের ওই মিথ্যে খুশির আড়ালে
দাম দিয়ে যেতে হচ্ছে
মোদের কতো কতো প্রাণের বদলে

ঠিক একই সুরে বৃক্ষ ও উঠিল বলিয়া
তোমাদের ওই যান্ত্রিক জগৎ যে হায়
নিঃশ্বাসের ও নেয় মূল্য গুনিয়া
মোরা যুগ যুগ ধরে আছি দাঁড়িয়ে ঠায়
নিঃশ্বাসের যোগান করিয়া
নিযুক্ত আছি মূল্যহীন সেবায়
তবে কেন পড়লে বলো হয়ে মরিয়া
মোদের উপড়ে দালান গোড়ায়

ওদের শুনে তখন আমি বাক্য হারা
নেই কোনো শব্দ নেই কোনো অনুবাদ
আমি তখন এক দিশেহারা
তখনই সবাই একই সুরে করে উঠলো আর্তনাদ
মোরা বাঁচতে চাই
মোদের বাঁচতে দাও
তোমাদের কাছে আর কিছু চাহিবার নাই
মোরা বাঁচতে চাই
মোদের বাঁচতে দাও
ওগো তোমাদের কাছে আর কিছু চাহিবার নাই
© Nridul Chakraborty