...

13 views

সেই বনেতেই আবার ফিরতে চায়
এখন সবে রোদটা কমে বিকেল
এখনো তো হয়নি খেয়াল কারো
আর একটু পরেই এ শখের জীবন শেষ মাঠ শূন্য পথেই লোক জড়ো...

এখনো তো দিনের আলোয়
চেনা মুখগুলো চেনাই লাগে
এখনো তো এক দলেতেই
খেলার ইচ্ছা সবার আগে

এখনো তো ঘরটা প্রিয়
প্রিয়তমা মনটা জুড়ে
তবু বড়ো হবার অভিশাপে
যেতেই তাকে হবে দূরে...


সেই চেনা গাছের শূন্য কোটর
হাহাকার তোলে বুকের ভিতর...

সেই চেনা পাতার আঁচল হলুদ
ছায়াটুকু তবু যত্নে মজুদ...

সাফল্যের মুখোশের পিছে
চোখের জল কেবলি মিছে
দ্বন্দ্ব-ঝড়ে ক্লান্ত হয়েছে মন
তবু স্বপ্ন দেখার নেই তো বারণ...

পরে সূর্য অস্ত গেলে
অন্ধকারেই দুহাত মেলে
জানি তুমি থাকবে অপেক্ষায়

তাই মাটি-মাখা ডানাগুলো
উড়িয়ে দিয়ে পথের ধুলো
সেই বনেতেই আবার ফিরতে চায়...

© Avik Ghosh

If you are interested to listen to this original song you can check it out on my youtube channel "An Innocent Youtuber".