...

8 views

জ্যোৎস্না মায়ার নীরব কথন
---জ্যোৎস্না মায়ার নীরব কথন---

আজকে আমার দখিনদ্বারে থমকে গেছে হাওয়া
কিঙ্কিনী আজ প্রশান্ত শব।জীবৎচিতার ধোয়া।
ভোগবিলাসের সাজানো মহল আজকে যখন ভগ্ন,
তখন তুমি অন্য কায়ায় লোলুপ নেশায় মগ্ন।
ফুল বাগিচার মাদকতায় মন মহুয়া ঢেলে
তোমার আঁখি খোঁজেনি প্রাণ,মাতেনি সুরে তালে।
মনের সেতার বেজেছে মনেই জ্যোৎস্নাকে করে সাথী,
প্রাতের...