...

5 views

আমাদের দিন


যেইদিন সূর্য উঠিবে পশ্চিমে
আর অস্ত যাইবে পূর্বে,
যেইদিন ঘাসের রঙ নীল
আর আকাশ সবুজ হইবে;
সেইদিন আমাদের শান্তি দেওয়া হইবে।

যেইদিন বিশুদ্ধ রক্ত বহিবে শিরায়
আর দূষিত বহিবে ধমনিতে,
যেইদিন মাছ আকাশে
আর পাখি থাকিবে জলতে;
সেইদিন আমাদের স্বাধীনতা দেওয়া হইবে।

যেইদিন পদ্ম থাকিবে স্থলে
আর গোলাপ ফুটিবে জলে,
যেইদিন বুদ্ধি হইবে ক্ষীণ,
সবকিছু চলিবে বলে;
সেইদিন আমরা বুদ্ধিমান উঠিব হয়ে।

যেইদিন সবাই মরিবে পাপে,
পতন হইবে অহংকারে,
লোভে হইবে আয়ু স্বল্প,
ঘৃণায় জীবন উঠিবে ভরে;
সেইদিন সবাই কর্মসংস্থান পাইবে।

যেইদিন শেষ জলটুকু শুকিয়ে যাইবে,
শেষ গাছের বায়ু হইবে বিষাক্ত,
মৃত্তিকা হারাইবে তার সম্পূর্ণ উর্বরতা,
প্রাণ হারাইবে তার শেষ অস্তিত্ব;
সেইদিন আমরা মরিয়া বাঁচিব।

আমাদের দিন আসিবে সেইদিন —
যেইদিন অসম্ভব হইবে সম্ভব,
সত্য যখন মিথ্যা হইবে মিথ্যা যখন সত্য,
যেইদিন পুনর্জীবিত হইতে পারবে শব;
আমাদের সব ইচ্ছা সেইদিন পূরণ হইবে।
© Shreya Dey